আমার একটি ৪ বছর বয়সী ছেলে আছে। সে খুবই চঞ্চল এবং আমার কথা একেবারেই শোনে না। এজন্য প্রায়ই তাকে বকাঝকা করতে হয়। এমনকি আমি তাকে কয়েকবার শাস্তিও দিয়েছি যার ফলে পরে আমারই খারাপ লেগেছে। এগুলো কি তার বেড়ে ওঠায় ক্ষতির কারণ হতে পারে? আমি অন্য কী উপায় অবলম্বন করতে পারি?
আপনার সন্তানের বিকাশের পর্যায়টি আপনাকে বুঝতে হবে । ৪-৫ বছর বয়সী শিশুরা এমন চঞ্চল স্বভাবের হতে পারে, কারণ তাদের মস্তিষ্ক অনেক বেশী সক্রিয় থাকে। তারা সব বিষয়েই আগ্রহী এবং স্বাধীনচেতা স্বভাবের হয়। তারা বিভিন্ন বিষয়ে শিখছে এবং এমন সব বিষয়ের প্রতি গুরুত্ব দেয় যা হয়তো আমাদের কাছে একেবারেই মামুলি মনে হয় । যেমন পোশাকের রঙ, তাড়াহুড়ার সময় ছবি আঁকতে বা অন্য কিছুতে ব্যস্ত থাকা, খাবারের সময় খেলাধুলা করা ইত্যাদি।
আপনার সন্তানের সঙ্গে কথা বলার সময় এ বিষয়গুলোকে মাথায় রাখুন। যার ফলে আপনি নিজেদের মতপার্থক্যের বিষয়গুলো স্বাভাবিকভাবেই সমাধান করতে পারেন। শিশুকে বকাঝকা করার অথবা শাস্তি দেয়ার কোনো উপকার নেই। বরং এমন ব্যবহার তার বৃদ্ধি এবং তার সঙ্গে আপনার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আপনাকে বুঝতে হবে, দুষ্টুমি করে সে আপনাকে বিরক্ত করবার চেষ্টা করছে না; বরং তার কৌতুহলের বিষয়গুলো নিয়ে পরীক্ষা করছে এবং এটিই তার স্বাভাবিক শিখন প্রক্রিয়া।
আপনি তার নানা প্রশ্নের উত্তর দিতে কিংবা উত্তর খুঁজতে সাহায্য করতে পারেন। এটি তার আত্মাবিশ্বাস বৃদ্ধি করবে। এছাড়া তার খেলাধুলার জন্যও যথেষ্ট সময় দিতে হবে।
রবি, ৯ আগ ২০২০, রাত ১:২৬ সময়
Login & Write Comments
করোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাসকরোনা ভাইরাস
by Super Admin