সাধারণ নীতি
- শিশু সংবেদনশীল সমাজ গড়ায় বড়দের সচেতনতা এবং দক্ষতা বাড়ানো “শিশুরাই সব” এর লক্ষ্য। ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আছে নিবন্ধ, ভিডিও, গবেষণামূলক রিপোর্ট, শিশুসংক্রান্ত নীতি এবং আইন, মিডিয়ায় প্রকাশিত খবর, শিশুদের ভাবনা, সন্তানদের বড় করার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং শিশুদের জন্য সৃষ্টিশীল কর্মকান্ড সম্পর্কে পরামর্শ ইত্যাদি।
- “শিশুরাই সব” জাতিসংঘ শিশু অধিকার সনদে বর্ণিত সব অধিকারে বিশ্বাস করে।পাশাপাশি বাংলাদেশের শিশু সংক্রান্ত আইন এবং নীতিগুলিকেও বিবেচণায় নেয়।
- শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং বিনোদন ও অংশগ্রহণ সংক্রান্ত নিবন্ধ, গবেষণা, ভিডিও, ছবি ও অন্যান্য কন্টেন্ট “শিশুরাই সব”-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে প্রকাশ করা হয়।
- “শিশুরাই সব” নারী-পুরুষের সমতায় বিশ্বাস করে এবং সেলক্ষ্যেই কাজ করে।
- যে কোন মানুষের মর্যাদার জন্য অবমাননাকর এবং বৈষম্যমুলক কিছুই প্রকাশ করা হয় না। সব ধরণের বৈচিত্র্যকে সম্মান করে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিষয়বস্তু যাতে সবার জন্য মর্যাদাপূর্ণ হয় সেটি খেয়াল রাখা হয়।
- ইতিবাচক ভাষা ব্যবহার করা হয়।
- শিশু বা কেউ নির্যাতনের শিকার হচ্ছে এমন কোন ছবি, ভিডিও প্রকাশ করা হয় না।
- তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে মতামত প্রকাশ করা হয়।
- সমস্যা আলোচনার পাশাপাশি সমাধান দেয়ার চেষ্টা করা হয়।
যে কোন ব্যক্তি নিম্নে বর্ণিত সম্পাদকীয় নীতিমালা সমর্থন করে “শিশুরাই সব”-এ নিবন্ধ ও ভিডিও পাঠাতে পারবেন। এছাড়া গবেষণামূলক রিপোর্ট, কোন অনুষ্ঠানের খবর, শিশুসংক্রান্ত প্রশ্ন ও পাঠানো যাবে।
নিবন্ধ লেখার ক্ষেত্রে
- সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে নিবন্ধটি শেষ করতে হবে।
- নিবন্ধের শুরুতেই নিবন্ধটির শিরোনাম এবং লেখকের নাম অবশ্যই লিখতে হবে।
- বানানগত নির্দেশনার ক্ষেত্রে বাংলা একাডেমি অভিধান অনুসরণ করবেন। বিশেষ ক্ষেত্রে প্রচলিত বানানের ব্যবহার করা যেতে পারে।
- নিবন্ধে “বাচ্চা” শব্দটি ব্যবহারের পরিবর্তে “শিশু” এবং “পুত্র শিশু” ও “কন্যা শিশু” ব্যবহারের পরিবর্তে যথাক্রমে “ছেলে শিশু” ও “মেয়ে শিশু” ব্যবহার করতে হবে।
- নিবন্ধটিতে অন্য কোন উৎস থেকে কোন অংশ নিয়ে থাকলে বা তার সংক্ষিপ্ত বর্ণনা দেয়া থাকলে সেক্ষেত্রে মূল উৎস, যেমন; গবেষণা, কেস স্টাডি, মাসিক/সাপ্তাহিক প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদন, কোন এনজিও কিংবা উন্নয়নমূলক সংস্থার প্রতিবেদন, ইত্যাদির নাম ও প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে নিবন্ধের ভেতরে অথবা নিবন্ধের শেষে ফুটনোট আকারে উল্লেখ করা যেতে পারে।
- কোন ইংরেজি নাম কিংবা শব্দ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সেটি বাংলা অক্ষরে লিখতে হবে এবং তার সাথে ব্র্যাকেট আকারে ইংরেজি শব্দেও লিখতে হবে।
- কোন প্রকারের সহিংসতামূলক কিংবা আক্রমণাত্মক ভাষায় লেখা নিবন্ধ প্রকাশের অনুপযোগী বলে বিবেচিত হবে। নিবন্ধের বিষয়বস্তুর স্বার্থে কোন সহিংস ঘটনার উল্লেখ করতে হলে সেক্ষেত্রে যত সংক্ষিপ্ত ও সাবলীল ভাষায় বর্ণনা করা যায় সেটি লক্ষ্য রাখতে হবে।
- সময়োপযোগী নিবন্ধ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই তার তাৎপর্য ও গুরুত্ব বিশ্লেষণ করতে হবে যাতে সম্পাদকীয় প্যানেল সেটা প্রকাশের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে পারে।
- কোন ক্ষেত্রে লেখক তার নাম প্রকাশে অনিচ্ছুক হলে কিংবা ছদ্ম নাম ব্যবহার করলে সেক্ষেত্রে তা নিবন্ধের শুরুতে বা শেষে উল্ল্যেখ করতে হবে।
- বড় নিবন্ধের ক্ষেত্রে (যা অন্তত ১২০০ শব্দের বেশি) পর্ব আকারে লেখা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে সম্পাদকীয় প্যানেল লেখকের সাথে যোগাযোগ করবে।
- প্রতিটি নিবন্ধের সাথে সেই সম্পর্কিত একটি ছবি (ফিচারড ইমেজ, উন্নতমানের রেজল্যুশনে) পাঠানো যেতে পারে। ছবিটি প্রকাশের ক্ষেত্রে কোন কপিরাইট জটিলতা থাকা যাবে না এবং চিত্রগ্রাহকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।যার বা যাদের ছবি প্রকাশ করা হবে তাদের নিকট থেকে অনুমতি নিতে পারলে ভাল হয়।
- নিবন্ধ প্রকাশের ক্ষেত্রে শিশুরাই সব- এর সম্পাদকীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভিডিও পাঠানোর ক্ষেত্রে
- শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, বিনোদনসহ শিশুমনস্ক সমাজ সংক্রান্ত ভিডিও পাঠাতে হবে।
- ভিডিওটি সচেতনতামূলক, নাটিকা অথবা অনুশীলনমূলক বা টিউটরিয়াল হতে পারে।
- ভিডিওটি অবশ্যই নিজের তৈরি হতে হবে।
- ভিডিওটিতে কোন প্রকার সহিংসতামূলক ছবি এবং শব্দ ব্যবহার করা যাবে না।
- ভিডিও প্রকাশের ক্ষেত্রে শিশুরাই সব- এর সম্পাদকীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কমেন্ট মডারেশন নীতিমালা
- প্রতিটি পোস্টে পোস্টটির বিষয় সংক্রান্ত মন্তব্য, প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা গ্রহণযোগ্য। পোস্ট অসংলগ্ন মন্তব্য/কমেন্ট কিংবা বিজ্ঞাপণ কখনোই দেয়া যাবে না
- মন্তব্য প্রদানের ফলে সৃষ্ট যে কোন ধরণের বিতর্ক ও আলোচনা “শিশুরাই সব”এর সম্পাদক প্যানেল মডারেট করবেন। যে কোন বিতর্ক যেন গঠনমূলকভাবে হয় সে ব্যাপারে মন্তব্যকারীকে খেয়াল রাখতে হবে।
- কমেন্টে কোন ছবি বা ভিডিও প্রকাশ করলে তার সঠিক সোর্স কিংবা উৎস উল্লেখ করতে হবে।
- “শিশুরাই সব” এর সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে যে কোন কমেন্ট বহাল রাখা, সরিয়ে ফেলার অধিকার রাখে।