০-২ বছর পর্যন্ত ধাপে ধাপে শিশুর বিকাশ সম্পর্কে জানুন

০-২ বছর পর্যন্ত ধাপে ধাপে শিশুর বিকাশ সম্পর্কে জানুন

০-৩ মাস
-মা-বাবার আওয়াজ পেলেই হেসে উঠবে। চোখ দিয়ে নজর রাখবে তাদের ঘোরা-ফেরা।
-পেটের উপর শুইয়ে দিলে মাথা তোলার চেষ্টা করবে। মাথা একদিকে ফিরিয়ে চিত হয়ে শুতে পারবে।
-হাত-আঙ্গুল নিয়ে খেলতে থাকবে এবং হাত পা নাড়াচাড়া করতে পছন্দ করবে।

৪-৬ মাস
-হাতের মুঠো বন্ধ করতে পারবে। শিশুর তালুতে কিছু ছোঁয়ালে সেটা ধরার চেষ্টা করবে।
-শিশুর ঘাড় শক্ত হয়ে যাবে, চিত থেকে উপুড় বা উপুড় থেকে চিত হতে পারবে।
-ঠেকা দিয়ে অল্প সময়ের জন্য বসতে পারবে। উঁচু করে ধরলে পায়ে ভারও নিতে পারবে।
-হাত দিয়ে খেলনাপাতি ধরতে চাইবে। সেগুলো এহাত-ওহাত করবে। দুহাত জড়ো করতে পারবে।

৭-১২ মাস
-হামাগুড়ি দিবে, ৯ মাসে সাহায্য ছাড়াই বসতে পারবে।
-১২ মাস বয়সে দাঁড়াতে শিখে এবং হাটিহাটি পা পা করে এগুতে শিখে।
-আধো আধো করে মা-বাবা বলবে, তিনটি শব্দ বলতে পারবে।
-আঙ্গুল দিয়ে জিনিস দেখাবে এবং পছন্দ না হলে হাত থেকে ফেলে দিবে।

১৩-১৮ মাস
-একা একা হাঁটতে শিখে যাবে।
-হাতে গ্লাস দিলে ধরে পানি খেতে পারবে।
-বাটি-চামচ, খেলনা ধরতে শিখে যাবে।
-আয়না দেখে নিজেকে চিনবে।
-নির্দেশ পালনে সক্ষম হবে।
-বহির্জগৎ নিয়ে কৌতূহল বাড়বে।

২ বছর
-শিশু দৌড়াবে ও সিঁড়ি বেয়ে উঠতে পারবে, বলে লাথি মারতে পারবে।
-তিন আঙ্গুলে ছোট ছোট জিনিস ধরতে পারবে। যেমন- মুড়ি
-অর্থপূর্ণ দুটি শব্দ একসাথে করে কথা বলতে পারবে। যেমন- ভাত খাবো।
-নির্দেশ পালনে সক্ষম হবে, বাথরুম পেলে বলতে ও বুঝতে পারবে।
-চোখে চোখ রাখবে, সামাজিক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রকাশ করবে, মনোযোগী হবে।

শিশুর বিকাশ বিলম্ব হলে শিশু বিকাশ কেন্দ্রে যেতে হবে।

সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ)


মঙ্গল, ২৩ নভে ২০২১, রাত ১০:৫২ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ