শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দেয়া বন্ধ হোক
যে আচরণ বড়্ররা করলে আমরা কিছু বলি না ঠিক সেই কারণেই শিশুদের শাস্তি দেই বা তাদের সঙ্গে দূর্ব্যবহার করি। ৪৩ সেকেন্ডের ভিডিওতে সেটি তুলে ধরা হয়েছে। শৈশবে শাস্তির অভিজ্ঞতা শিশুর পরবর্তী জীবনেও প্রভাব ফেলে।
সন্তানকে শাস্তি দিলে তার বেড়ে ওঠায় ক্ষতির কারণ হতে পারে? অন্য কী উপায় অবলম্বন করতে পারি?
আমার একটি ৪ বছর বয়সী ছেলে আছে। সে খুবই চঞ্চল এবং আমার কথা একেবারেই শোনে না। এজন্য প্রায়ই তাকে বকাঝকা করতে হয়। এমনকি আমি তাকে কয়েকবার শাস্তিও দিয়েছি যার ফলে পরে আমারই খারাপ লেগেছে। এগুলো কি তার বেড়ে ওঠায় ক্ষতির কারণ হতে পারে? আমি অন্য কী উপায় অবলম্বন করতে পারি?