স্মার্ট ফোনের ব্যবহারে নানা সমস্যায় শিশুরা - মাছরাঙা টেলিভিশন
মোবাইল ফোনের উপর সন্তানদের বড় করার ভার ছেড়ে দেবেন না। এটি মা-বাবার দায়িত্ব।
মোবাইল ফোনে ব্যস্ত রেখে শিশুদের খাওয়ানো অনেক পরিবারেই একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এছাড়াও অসংখ্য শিশু স্ক্রীনে অতিরিক্ত সময় কাটাচ্ছে। এতে শুধু তাদের চোখের ক্ষতিই নয়, সামগ্রিক বিকাশ ব্যাহত হয়। অনেকে সঠিকভাবে কথা বলাও শিখছে না। ব্যাপারটি উদ্বেগজনক। শিশুদের সক্রিয়ভাবে খেলতে উৎসাহিত করুন। তাদের সঙ্গে সময় কাটান, নানাভাবে তাদের উদ্দীপনা দিন।
সময়োপোযোগী টেলিভিশন প্রতিবেদনটি দেখুন; https://youtu.be/eSiS3bi1qjA
বৃহস্পতি, ৪ মার্চ ২০২১, রাত ১১:৫৭ সময়
Login & Write Comments