স্মার্ট ফোনের ব্যবহারে নানা সমস্যায় শিশুরা - মাছরাঙা টেলিভিশন

স্মার্ট ফোনের ব্যবহারে নানা সমস্যায় শিশুরা - মাছরাঙা টেলিভিশন

মোবাইল ফোনের উপর সন্তানদের বড় করার ভার ছেড়ে দেবেন না। এটি মা-বাবার দায়িত্ব।

মোবাইল ফোনে ব্যস্ত রেখে শিশুদের খাওয়ানো অনেক পরিবারেই একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এছাড়াও অসংখ্য শিশু স্ক্রীনে অতিরিক্ত সময় কাটাচ্ছে। এতে শুধু তাদের চোখের ক্ষতিই নয়, সামগ্রিক বিকাশ ব্যাহত হয়। অনেকে সঠিকভাবে কথা বলাও শিখছে না। ব্যাপারটি উদ্বেগজনক। শিশুদের সক্রিয়ভাবে খেলতে  উৎসাহিত করুন। তাদের সঙ্গে সময় কাটান, নানাভাবে তাদের উদ্দীপনা দিন।

সময়োপোযোগী টেলিভিশন প্রতিবেদনটি দেখুন; https://youtu.be/eSiS3bi1qjA

 


শুক্র, ৫ মার্চ ২০২১, রাত ১:৫৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ