শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দেয়া বন্ধ হোক

শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দেয়া বন্ধ হোক

যে আচরণ বড়্ররা করলে আমরা কিছু বলি না ঠিক সেই কারণেই শিশুদের শাস্তি দেই বা তাদের সঙ্গে দূর্ব্যবহার করি। ৪৩ সেকেন্ডের ভিডিওতে সেটি তুলে ধরা হয়েছে। শৈশবে শাস্তির অভিজ্ঞতা শিশুর পরবর্তী জীবনেও প্রভাব ফেলে। যাকে তারা সবচেয়ে বিশ্বাস করে সেই মা-বাবা অথবা শিক্ষক যখন শিশুদের মারে বা বকা দেয় তখন শিশুরা ঘনিষ্ঠ সম্পর্কে সহিংসতা মেনে নিতে শেখে।তাদের অনেকে বড় হয়ে নিজেরাও নিপীড়নকারী হয়ে উঠতে পারে। এতে সমাজের সহিংসতার চক্র চলতে থাকে।এটি ভাঙ্গা দরকার। তাই শিশুকে শাস্তি না দিয়ে তার বয়স অনুযায়ী তাকে বুঝিয়ে কথা বলুন।
 


মঙ্গল, ১৫ সেপ্ট ২০২০, দুপুর ১:৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ