শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দেয়া বন্ধ হোক
যে আচরণ বড়্ররা করলে আমরা কিছু বলি না ঠিক সেই কারণেই শিশুদের শাস্তি দেই বা তাদের সঙ্গে দূর্ব্যবহার করি। ৪৩ সেকেন্ডের ভিডিওতে সেটি তুলে ধরা হয়েছে। শৈশবে শাস্তির অভিজ্ঞতা শিশুর পরবর্তী জীবনেও প্রভাব ফেলে। যাকে তারা সবচেয়ে বিশ্বাস করে সেই মা-বাবা অথবা শিক্ষক যখন শিশুদের মারে বা বকা দেয় তখন শিশুরা ঘনিষ্ঠ সম্পর্কে সহিংসতা মেনে নিতে শেখে।তাদের অনেকে বড় হয়ে নিজেরাও নিপীড়নকারী হয়ে উঠতে পারে। এতে সমাজের সহিংসতার চক্র চলতে থাকে।এটি ভাঙ্গা দরকার। তাই শিশুকে শাস্তি না দিয়ে তার বয়স অনুযায়ী তাকে বুঝিয়ে কথা বলুন।
মঙ্গল, ১৫ সেপ্ট ২০২০, দুপুর ১১:৭ সময়
Login & Write Comments