Tag

Child Bullying

বন্ধুদের দ্বারা শিশুরা নিপীড়ন বা বুলিইং এর শিকার হলে মা-বাবা সেটা সমাধানের জন্য কি করবেন?

শিশুরা প্রায়ই তাদের সমবয়সী বন্ধুদের দ্বারা নিপীড়নের শিকার হয়। মা-বাবা কি এক্ষেত্রে হস্তক্ষেপ করবেন নাকি সন্তানরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে শিখুক এমন ভেবে এর থেকে দূরে থাকবেন?

স্কুলে বুলিং, তার পরিণাম এবং প্রতিরোধে কিছু পরামর্শ

কেম্ব্রিজ ডিকশনারীর মতে, যদি কোন ব্যক্তি অন্য কাউকে, জেনে বুঝে কষ্ট দেয় কিংবা ভয় দেখায় বা তাকে দিয়ে এমন কোন কাজ করায় যা তাৱ পছন্দ নয় তাহলে সেই ব্যাক্তিকে bully বা উৎপীড়ক বলে। পশ্চিমা এক গবেষণায় দেখা গেছে, স্কুলে প্রতি চারজন শিশুর মধ্যে একজন bullying (বুলিং) এর শিকার হয়। এই সংখ্যা নেহায়েতই কম নয়। বাংলাদেশেও বুলিং একটি সমস্যায় পরিণত হয়েছে। তেমন এক ঘটনা নিয়েই এই লেখা।