ডেঙ্গু সতর্কতা
এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। তাই আমাদের খেয়াল রাখতে হবে বাড়ি বা আঙ্গিনার কোথাও যেন পানি তিন থেকে পাঁচদিনের বেশি জমা না থাকে।
ডেঙ্গু জ্বর থেকে শিশুদের রক্ষায় করণীয়
শিশুদের বাড়ির পোশাক এই গরমে গেঞ্জি বা ছোট হাতের টপস আর হাফপ্যান্ট। ফলে এডিস মশার সহজ শিকার হচ্ছে শিশুরা।