মিডিয়া মনিটরিং - মার্চ ২০২৩

মিডিয়া মনিটরিং - মার্চ ২০২৩

শিশুরাই সব ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত শিশু সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং শিশুদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রতিবেদন, মতামত ও সংবাদ বিজ্ঞপ্তির একটি সংকলন তৈরি করেছে। সংকলনটি দেশের বেশ কিছু প্রধান জাতীয় দৈনিকে (যেমন; প্রথম আলো, দি ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, বণিক বার্তা, আজকের পত্রিকা ইত্যাদি) প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মার্চ, ২০২৩ এর মিডিয়া মনিটরিং সংকলনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন...


সোম, ৩ এপ্র ২০২৩, রাত ৯:২৯ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ