অনলাইনে শিশুদের নিরাপদ রাখতে করণীয়

অনলাইনে শিশুদের নিরাপদ রাখতে করণীয়

স্কুল বন্ধ থাকায় শিশুরা ইন্টারনেটে বেশী সময় কাটাচ্ছে। একারণে সাইবার বুলিইং থেকে শুরু করে যৌন নির্যাতনের ঝুঁকি বাড়ছে। শিশুদের সুরক্ষার বিষয়টি খেয়াল রাখছেন তো? 

অস্ট্রেলিয়ান ই-সেফটি কমিশনার এ ব্যপারে নির্দেশনা দিয়েছে। অনলাইনে শিশুদের নিরাপদ রাখতে মা-বাবাদের জন্য দশটি পরামর্শঃ

১। প্রযুক্তির ব্যবহার নিয়ে নিজেদের মধ্যে একটি মুক্ত ও বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করুন।

২। অনলাইনে কোনকিছু দেখা বা খেলার সময় আপনিও শিশুদের সাথে অংশ নিন।

৩। সন্তানের মধ্যে ভালো অভ্যাস তৈরি করুন। তাকে ডিজিটাল জগৎ সম্পর্কে শিক্ষিত করুন; , তার সামাজিক এবং আবেগীয় দক্ষতা বিকাশে সহায়তা করুন।

৪। আপনার সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলুন।

৫। শিশুদের বলুন ডিভাইসগুলো ঘরের উম্মুক্ত স্থানে ব্যবহার করতে।

৬। অনলাইন ও অফলাইন কার্যক্রমের ভারসাম্য ঠিক রাখার জন্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিন।

৭। আপনার সন্তান কি কি অ্যাপস, গেম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে সে সম্পর্কে জানুন।

৮। গোপনীয়তা(প্রাইভেসি)সেটিংস এর বিষয়ে নজর রাখুন।

৯। ডিভাইসগুলোতে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন।

১০। সন্তানের মধ্যে যে কোন পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক থাকুন।

ছবিঃ Vecteezy


মঙ্গল, ১০ আগ ২০২১, রাত ১২:৪০ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ