কথোপকথনঃ যৌন নির্যাতন থেকে শিশুকে রক্ষা

কথোপকথনঃ যৌন নির্যাতন থেকে শিশুকে রক্ষা

যৌন নির্যাতনের দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে শিশুদের জীবনে। তাদের সুরক্ষা নিশ্চিত করা মা-বাবাসহ বড়দের দায়িত্ব। কোন শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়? কারা নির্যাতন করে? শিশুদের রক্ষায় আমরা কি করতে পারি? এই বিষয়গুলি নিয়ে ৯ জানুয়ারি, ২০২১ তারিখে শিশুরাই সব ফেসবুক লাইভে কথা বলেছেন শিক্ষক ও গবেষক আফসান চৌধুরি।

ভিডিওঃ https://youtu.be/Cs-tM2jvXpc


মঙ্গল, ১৬ নভে ২০২১, রাত ৮:৪১ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ