Childhood 2.0

Childhood 2.0

“ইতিহাসে প্রথমবারের মতো স্কুল-বয়সী শিশুদের জন্য মানসিক অসুস্থতা এবং আত্মহত্যা সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। অনেক মা-বাবাই এখনও মূলত শারীরিক এবং বাইরের বিপদগুলি দেখেন। তবে তারা আসল বিপদটি বুঝতে পারছেন না। শিশুরা অনলাইনে বেশি সময় কাটায় এবং বাস্তব জীবন এবং খেলার সময় খুব কম। পরবর্তী প্রজন্মের মানসিক ও  শারীরিক স্বাস্থ্যের উপর এর কী প্রভাব পড়বে?”

শৈশব কিভাবে পাল্টে যাচ্ছে জানতে চাইলে প্রামাণ্যচিত্রটি দেখুন।

https://youtu.be/He3IJJhFy-I


মঙ্গল, ১৬ মার্চ ২০২১, বিকাল ৫:৪৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ