শিশুদের ও কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ও উপসর্গসমূহ

শিশুদের ও কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ও উপসর্গসমূহ

বিষণ্ণতার লক্ষণগুলো একেক শিশু ও কিশোর-কিশোরীর মাঝে একেক রকম হতে পারে। এখানে বিষণ্ণতার কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গ দেয়া হলোঃ

শারীরিক লক্ষণ ও উপসর্গসমূহঃ

• ক্লান্তি বা কম শক্তি, এমনকি বিশ্রামের পরেও

• অস্থিরতা বা মনোযোগ দিতে অসুবিধা

• দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা

• রুচি বা ঘুমের ধরণে পরিবর্তন

• ব্যথা কিংবা দীর্ঘস্থায়ী ব্যথা যার কোনো সুস্পষ্ট কারণ নেই

মানসিক ও আবেগ সম্পর্কিত উপসর্গসমূহঃ

• অবিরাম দুঃখ, উদ্বেগ বা বিরক্তি

• বন্ধুদের প্রতি এবং যে সমস্ত ক্রিয়াকলাপ তারা সাধারণত উপভোগ করে সেগুলির প্রতি আগ্রহ কমে যাওয়া

• অন্যদের থেকে নিজেকে গুটিয়ে নেয়া ও একাকীত্ব

• নিজেকে মূল্যহীন, নিরাশ মনে হয় বা অপরাধবোধের অনুভূতি হয়

• যে সমস্ত ঝুঁকি তারা সাধারণত নেয় না সেগুলি নেয়া

• নিজের ক্ষতি করা অথবা আত্মহত্যার প্রবণতা

এই ধরণের লক্ষণ দেখা দিলে শিশু ও কিশোর-কিশোরীদের মনঃচিকিৎসকের সহায়তা প্রয়োজন।

তথ্যসূত্রঃ ইউনিসেফ


রবি, ১৮ ডিসে ২০২২, রাত ১২:৩৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ