শিশুদের ও কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ও উপসর্গসমূহ
বিষণ্ণতার লক্ষণগুলো একেক শিশু ও কিশোর-কিশোরীর মাঝে একেক রকম হতে পারে। এখানে বিষণ্ণতার কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গ দেয়া হলোঃ
শারীরিক লক্ষণ ও উপসর্গসমূহঃ
• ক্লান্তি বা কম শক্তি, এমনকি বিশ্রামের পরেও
• অস্থিরতা বা মনোযোগ দিতে অসুবিধা
• দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা
• রুচি বা ঘুমের ধরণে পরিবর্তন
• ব্যথা কিংবা দীর্ঘস্থায়ী ব্যথা যার কোনো সুস্পষ্ট কারণ নেই
মানসিক ও আবেগ সম্পর্কিত উপসর্গসমূহঃ
• অবিরাম দুঃখ, উদ্বেগ বা বিরক্তি
• বন্ধুদের প্রতি এবং যে সমস্ত ক্রিয়াকলাপ তারা সাধারণত উপভোগ করে সেগুলির প্রতি আগ্রহ কমে যাওয়া
• অন্যদের থেকে নিজেকে গুটিয়ে নেয়া ও একাকীত্ব
• নিজেকে মূল্যহীন, নিরাশ মনে হয় বা অপরাধবোধের অনুভূতি হয়
• যে সমস্ত ঝুঁকি তারা সাধারণত নেয় না সেগুলি নেয়া
• নিজের ক্ষতি করা অথবা আত্মহত্যার প্রবণতা
এই ধরণের লক্ষণ দেখা দিলে শিশু ও কিশোর-কিশোরীদের মনঃচিকিৎসকের সহায়তা প্রয়োজন।
তথ্যসূত্রঃ ইউনিসেফ
রবি, ১৮ ডিসে ২০২২, রাত ১২:৩৭ সময়
Login & Write Comments