Protecting Young Lives

প্রতি বছর অগণিত শিশু-কিশোর সড়কে প্রাণ হারাচ্ছে। আনুমানিক ১,৮১,৪৫৩ জন ০–১৯ বছর বয়সী শিশু ও কিশোর সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং এর ৯০ শতাংশেরও বেশি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে (LMICs), যেমন বাংলাদেশ। এই দুর্ঘটনাগুলো যেমন অপরিসীম দুর্ভোগের কারণ হয়, তেমনি ক্ষতিগ্রস্ত মানুষ, পরিবারের ওপর একটি বিশাল সামাজিক ব্যয়ভার চাপিয়ে দেয়, যা তরুণদের শিক্ষাগত ও অর্থনৈতিক সম্ভাবনাকে সীমিত করে ফেলে।

তরুণ জীবন রক্ষা: শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক অবস্থা প্রতিবেদন - সর্বশেষ প্রাপ্ত তথ্য ব্যবহার করে শিশু ও কিশোর-কিশোরীদের দুর্ঘটনার চিত্র, মৃত্যু ও গুরুতর আঘাতের অন্যতম প্রধান কারণ, সড়ক ব্যবহারকারীদের বিশেষ ঝুঁকির দিক, নীতিগত ঘাটতি এবং প্রমাণ-ভিত্তিক সমাধান উপস্থাপন করেছে।

এই প্রতিবেদনের লক্ষ্য হলো:

শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তার বৈশ্বিক অবস্থা মূল্যায়ন করা।

তরুণ সড়ক ব্যবহারকারীদের জন্য ঝুঁকির কারণগুলো তুলে ধরা।

একটি ‘নিরাপদ ব্যবস্থা পদ্ধতি’ (Safe System Approach)-এর অধীনে নীতিগত বিকল্পের সুপারিশ করা, যা ব্যবস্থার সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে।

প্রতিবেদনটি নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং বৈশ্বিক প্রবক্তাদের জন্য তৈরি করা হয়েছে, যা তাদের শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং এর উন্নতি সাধনে প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ সরবরাহ করবে।

প্রতিবেদনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

 


রবি, ২৯ জুন ২০২৫, রাত ১০:৩৫ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ