Protecting Young Lives
প্রতি বছর অগণিত শিশু-কিশোর সড়কে প্রাণ হারাচ্ছে। আনুমানিক ১,৮১,৪৫৩ জন ০–১৯ বছর বয়সী শিশু ও কিশোর সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং এর ৯০ শতাংশেরও বেশি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে (LMICs), যেমন বাংলাদেশ। এই দুর্ঘটনাগুলো যেমন অপরিসীম দুর্ভোগের কারণ হয়, তেমনি ক্ষতিগ্রস্ত মানুষ, পরিবারের ওপর একটি বিশাল সামাজিক ব্যয়ভার চাপিয়ে দেয়, যা তরুণদের শিক্ষাগত ও অর্থনৈতিক সম্ভাবনাকে সীমিত করে ফেলে। তরুণ জীবন রক্ষা: শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক অবস্থা প্রতিবেদন - সর্বশেষ প্রাপ্ত তথ্য ব্যবহার করে শিশু ও কিশোর-কিশোরীদের দুর্ঘটনার চিত্র, মৃত্যু ও গুরুতর আঘাতের অন্যতম প্রধান কারণ, সড়ক ব্যবহারকারীদের বিশেষ ঝুঁকির দিক, নীতিগত ঘাটতি এবং প্রমাণ-ভিত্তিক সমাধান উপস্থাপন করেছে। এই প্রতিবেদনের লক্ষ্য হলো: শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তার বৈশ্বিক অবস্থা মূল্যায়ন করা। তরুণ সড়ক ব্যবহারকারীদের জন্য ঝুঁকির কারণগুলো তুলে ধরা। একটি ‘নিরাপদ ব্যবস্থা পদ্ধতি’ (Safe System Approach)-এর অধীনে নীতিগত বিকল্পের সুপারিশ করা, যা ব্যবস্থার সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে। প্রতিবেদনটি নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং বৈশ্বিক প্রবক্তাদের জন্য তৈরি করা হয়েছে, যা তাদের শিশু ও কিশোর-কিশোরীদের সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং এর উন্নতি সাধনে প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ সরবরাহ করবে। প্রতিবেদনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
|
রবি, ২৯ জুন ২০২৫, রাত ১০:৩৫ সময়
Login & Write Comments