হাওরে বাঁধ ভেঙে সংকট বাড়ছে শিশুদেরও - প্রথম আলো

হাওরে বাঁধ ভেঙে সংকট বাড়ছে শিশুদেরও - প্রথম আলো

“এবার হাওরের বাঁধ ভাঙা না–ভাঙার আশঙ্কা থেকে তৈরি সংকটের প্রাথমিক ও প্রধান শিকার হচ্ছে শিশুরা। একনিমেষে ছেলে–মেয়েনির্বিশেষে হাজার হাজার শিশু পরিণত হয়েছে হুকুমশ্রমিকে। 

যত বাঁধ ভাঙবে, ফসল ডুববে, ততই ডুববে শিশুর ভবিষ্যৎ। শিশু পরিণত হবে শ্রমিকে। লেখাপড়া বন্ধ হবে। কাজের খোঁজে ঘর ছাড়তে হবে। বাল্যবিবাহের হার বাড়বে।

কথা ছিল, ২০১৬ সালের মধ্যে এ দেশে শিশুশ্রমের বিলুপ্তি ঘটবে। করোনা, বন্যা, ফসলহানি কেবলই কঠিন করে দিচ্ছে শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।“

প্রথম আলো-তে প্রকাশিত লেখাটি পড়তে এখানে ক্লিক করুন...


শনি, ১১ জুন ২০২২, রাত ১০:৫৪ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ