হাওরে বাঁধ ভেঙে সংকট বাড়ছে শিশুদেরও - প্রথম আলো
“এবার হাওরের বাঁধ ভাঙা না–ভাঙার আশঙ্কা থেকে তৈরি সংকটের প্রাথমিক ও প্রধান শিকার হচ্ছে শিশুরা। একনিমেষে ছেলে–মেয়েনির্বিশেষে হাজার হাজার শিশু পরিণত হয়েছে হুকুমশ্রমিকে।
যত বাঁধ ভাঙবে, ফসল ডুববে, ততই ডুববে শিশুর ভবিষ্যৎ। শিশু পরিণত হবে শ্রমিকে। লেখাপড়া বন্ধ হবে। কাজের খোঁজে ঘর ছাড়তে হবে। বাল্যবিবাহের হার বাড়বে।
কথা ছিল, ২০১৬ সালের মধ্যে এ দেশে শিশুশ্রমের বিলুপ্তি ঘটবে। করোনা, বন্যা, ফসলহানি কেবলই কঠিন করে দিচ্ছে শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।“
প্রথম আলো-তে প্রকাশিত লেখাটি পড়তে এখানে ক্লিক করুন...
শনি, ১১ জুন ২০২২, রাত ১০:৫৪ সময়
Login & Write Comments