নবজাতকের যথাযথ টিকাদান নিশ্চিত করুন
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেক শিশুরই রুটিন টিকাদান পিছিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার পর অরক্ষিত শিশুদের মধ্যে নতুন করে হাম, পোলিও বা অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে পারে।
তাই শিশুদের সুরক্ষায় সারাদেশে নিয়মিত অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ সকল স্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচি চালু আছে। সকল স্বাস্থ্যবিধি মেনে শিশুকে টিকাকেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যকেও উৎসাহিত করুন।
নবজাতকের টিকাদান সময়সূচি
জন্মের পর – বিসিজি
৬ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, পিসিভি, আইপিভি (ফ্রাকশনাল)
১০ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, পিসিভি
১৪ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, আইপিভি (ফ্রাকশনাল), পিসিভি
৯ ও ১৫ মাস – এমআর টিকা
ছবি ও তথ্যসূত্রঃ ইউনিসেফ
মঙ্গল, ১০ আগ ২০২১, রাত ২:৪৮ সময়
Login & Write Comments