নবজাতকের যথাযথ টিকাদান নিশ্চিত করুন

নবজাতকের যথাযথ টিকাদান নিশ্চিত করুন

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেক শিশুরই রুটিন টিকাদান পিছিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার পর অরক্ষিত শিশুদের মধ্যে নতুন করে হাম, পোলিও বা অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে পারে। 

তাই শিশুদের সুরক্ষায় সারাদেশে নিয়মিত অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ সকল স্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচি চালু আছে। সকল স্বাস্থ্যবিধি মেনে শিশুকে টিকাকেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যকেও উৎসাহিত করুন।

নবজাতকের টিকাদান সময়সূচি

জন্মের পর – বিসিজি

৬ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, পিসিভি, আইপিভি (ফ্রাকশনাল)

১০ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, পিসিভি

১৪ সপ্তাহ – পেন্টাভ্যালেন্ট, বিওপিভি, আইপিভি (ফ্রাকশনাল), পিসিভি

৯ ও ১৫ মাস – এমআর টিকা

ছবি ও তথ্যসূত্রঃ ইউনিসেফ


মঙ্গল, ১০ আগ ২০২১, সকাল ৪:৪৮ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ