বন্যায় শিশুদের খাবারের প্রতি বিশেষ নজর রাখতে হবে

বন্যায় শিশুদের খাবারের প্রতি বিশেষ নজর রাখতে হবে

শিশুরাই সব এর উপদেষ্টা ও দুর্যোগ ফোরমের আহবায়ক গওহার নঈম ওয়ারা বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের সময় শিশুদের যথাযথ খাদ্য যোগান নিশ্চিত করা নিয়ে কথা বলেন। বন্যায় সাধারণত বড়দের খাবার নিশ্চিত করা হয় যা অনেক সময় শিশুদের উপযোগী নয়। এমন অবস্থায় কী করণীয় সে সম্পর্কে জানান।

ভিডিওঃ https://youtu.be/zOaio_9MQmI


শনি, ২৩ জুল ২০২২, দুপুর ১২:২৮ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ