অনেক শিশু এবং কিশোর-কিশোরী এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। শিশুরা যাতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের নিরাপদ রাখতে পারে সে ব্যাপারে বেশকিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
নীচের বিষয়গুলি খেয়াল রাখলে তারা নিরাপদে থাকবেঃ
-অনলাইনে অপরিচিত কোন ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য (ফোন নাম্বার, অবস্থান এবং জন্ম তারিখ) শেয়ার না করা।
-ব্যক্তিগত প্রোফাইলে নিজের ফোন নাম্বার কিংবা জন্ম তারিখের মত তথ্য না দেয়া।
-নিয়মিত প্রাইভেসি এবং লোকেশন সেটিংস দেখা, বিশেষ করে মোবাইল ফোনের।
-নিজের পাসওয়ার্ড ও লগ-ইন সংক্রান্ত তথ্য গোপন রাখা এবং কোন বন্ধুর সাথে শেয়ার না করা।
-যাদের ভালোভাবে চেনে কেবল তাদের কাছ থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা।
-পাবলিক কম্পিউটার ব্যবহারের পর সবসময় লগ-আউট করা।
-অপরিচিত কেউ যদি কোন আপত্তিকর মন্তব্য কিংবা বিষয়বস্তু পোষ্ট করে তবে তাদের ব্লক করা এবং তাদের বিরুদ্ধে অভিযোগ (রিপোর্ট) করা।
-কোন পপ-আপে (ব্রাউজারের বিভিন্ন জায়গায় হঠাৎ করে আসা কোন বিজ্ঞাপণ বা অপশন) ক্লিক না করা। কেননা, কিছু পপ-আপ দেখতে নিরাপদ মনে হলেও সেগুলো আসলে আপত্তিকর সাইটে নিয়ে যায় কিংবা ব্যক্তিগত অথবা আর্থিক তথ্য জানতে চায়।
-আপত্তিকর কোন কিছু দেখলে তার ছবি তুলে রাখা এবং বিশ্বস্ত কোন বয়স্ক মানুষের সাথে নিয়ে কথা বলা।
শুক্র, ২৫ ডিসে ২০২০, সকাল ৪:২৭ সময়
Login & Write Comments