শিশুর কথা শুনি

The world needs “childish” thinking

We should abolish this age-discriminatory word when it comes to criticising [adult] behaviour associated with irresponsibility and irrational thinking

লকডাউনের সময় শিশুরা কেমন আছে?

লকডাউনের সময় শিশুরা কেমন আছে? ভারত, ইতালি, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের ছয়জন শিশুর আঁকা ছবিতে তার একটা ধারণা পাওয়া যায়। গৃহবন্দী জীবনে কিভাবে সময় কাটছে, কি তাদের ভাল বা খারাপ লাগছে, উদ্বেগ, দূষণমুক্ত পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ, করোনাভাইরাসমুক্ত পৃথিবী নিয়ে স্বপ্ন, সব মানুষের প্রতি ভালবাসা-এইসব বিষয় তারা তুলে ধরেছে।