বই পড়ার আনন্দ
স্কুলের ছুটিতে টোকনের মামাবাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় তার মন খারাপ হয়ে যায়। তবে মা-বাবসহ পরিবারের সদস্যরা তাকে “আম-আঁটির ভেপু”, “ক্ষীরের পুতুল”, “সাগরতলের জগত”, “আকাশের রহস্য” ইত্যাদি বই পড়তে দেয়ায় তার ছুটি চমৎকার কাটে, এবং বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। আখতারুজ্জামান ইলিয়াসের “বই পড়ার আনন্দ” (মাওলা ব্রাদার্স প্রকাশিত) বই পড়ার গুরুত্ব মনে করিয়ে দেয়।
বই পড়া শিশু ও কিশোর-কিশোরীদের জন্য আনন্দদায়ক এক অভিজ্ঞতা। এর ফলে তাদের কল্পনাশক্তির বিকাশ হয়। বিভিন্ন বিষয় নিয়ে তারা জানতে পারে এবং আরো জানায় আগ্রহী হয়ে ওঠে। শিশুদের সামগ্রিক বিকাশে বই পড়ার বিকল্প নেই।
আসুন শিশুদের বই কিনে দিই,তাদের বই পড়তে উৎসাহিত করি। নিজেরা বই পড়ি।
শুক্র, ১৮ জুন ২০২১, রাত ৯:৯ সময়
Login & Write Comments