বন্যার পানি নেমে যাওয়ার সময় শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে

বন্যার পানি নেমে যাওয়ার সময় শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডাঃ খায়রুল ইসলাম বন্যার পানি নেমে যাওয়ার সময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা বলেন। এই সময়ে বাসস্থান ও এর চারপাশ পরিস্কার রাখা, শিশুদের খাওয়ানোর আগে হাত ধোয়াসহ পানি নিরাপদ করার পদ্ধতি সম্পর্কে জানান।

ভিডিওঃ https://youtu.be/NEMBZSv0Uo8


সোম, ২৫ জুল ২০২২, সকাল ৯:২৯ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ