কোভিড-১৯ মহামারিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের যত্ন

কোভিড-১৯ মহামারিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের যত্ন

কোভিড-১৯ এর সময় শিশুর সুরক্ষা অন্য যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। নিচের যেকোনো উপসর্গ শিশুর মধ্যে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিনঃ

- উচ্চ মাত্রায় জ্বর

- ঘন ঘন শ্বাস নেওয়া

- ঠোঁট নীল হওয়া

- বুকে ব্যাথা

- মাংসপেশিতে ব্যথা

- ব্যাপক বমি

- পানিশূন্যতা

- প্রাণচাঞ্চল্য কমে যাওয়া, চুপচাপ থাকা

- পানি অথবা মাতৃদুগ্ধ পান করতে না পারা

- ঝিমুনি

- খিঁচুনি

নিজেকে এবং শিশুসহ সবাইকে নিরাপদে রাখতে নিচের স্বাস্থ্যবিধি মেনে চলুন

- বারবার হাত ধুতে হবে

- অন্যদের থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখুন

- মাস্ক পরুন

- হাঁচি-কাশির সময় রুমাল, টিস্যু, হাতের কনুই দিয়ে মুখ ঢাকুন

- চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন

- জনসমাগম এড়িয়ে চলুন

- ঘরের জানালা খোলা রাখুন

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবিঃ ইউনিসেফ


মঙ্গল, ১০ আগ ২০২১, রাত ৩:৯ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ