Childhood in A Digital World

ইউনিসেফ ইনোসেন্টি- ডিজিটাল বিশ্বে শৈশব- শীর্ষক একটি প্রতিবেদন পাবলিশ করে জুন ২০২৫ এ।

 

বর্তমান সময় ডিজিটাল যুগে প্রবেশ করেছে। যেখানে ছোট বড় সবার নির্বিশেষে প্রবেশাধিকার রয়েছে। ইউনিসেফ ইনোসেন্টি শিশুদের পরিবর্তনশীল ডিজিটাল জগতে শিশুদের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে এবং এতে তাদের প্রবেশাধিকার, ডিজিটাল দক্ষতা ও মানসিক স্বাস্থ্যের উপর কী রূপ প্রভাব ফেলে তার ওপর আলোকপাত করা হয়েছে।

পুরো প্রতিবেদনটি ডাউনলোড করে পড়তে এখানে ক্লিক করুন। 

 

 

প্রতিবেদনে স্ক্রিন টাইম নিয়ে উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কখন ও কীভাবে ডিজিটাল প্রযুক্তি শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রমাণ সরবরাহ করা হয়েছে। নতুন বৈশ্বিক তথ্য ব্যবহার করে এই প্রতিবেদনে দেখানো হয়েছে যে, কীভাবে অসম প্রবেশাধিকার শিশুদের দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।

 

প্রতিবেদনটি এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থার আহ্বান জানায় যা শিশুদের ডিজিটাল বিশ্বের সুফল পেতে সাহায্য করবে এবং একইসাথে অনলাইনে তাদের খেলাধুলা, শেখা ও নিরাপদে থাকার অধিকারকে সমুন্নত রাখবে। তাদের জন্য নিরাপদ প্রবেশাধিকার, শেখার সুযোগ এবং সবরকম ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করবে।


রবি, ২৯ জুন ২০২৫, রাত ৯:৫৩ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ