Caring for Child Survivors of Sexual Abuse and Guidelines

২০১২ সালে, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি), লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু সুরক্ষা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তঃসংস্থা কারিগরি পর্যালোচনা প্যানেলের সহায়তায় ‘যৌন নিপীড়ন থেকে বেঁচে ফেরা শিশুদের যত্ন’ (Caring for Child Survivors of Sexual Abuse - CCS) নির্দেশিকার প্রথম সংস্করণ তৈরি করে। এই নির্দেশিকার লক্ষ্য ছিল মানবিক প্রেক্ষাপটে যৌন নিপীড়নের শিকার শিশু ও তাদের পরিবারের জন্য মানসম্মত যত্নের একটি মডেল প্রদানের ক্ষেত্রে বৈশ্বিক কারিগরি নির্দেশনার শূন্যস্থান পূরণ করা।

দশ বছরেরও বেশি সময় ধরে বাস্তবায়নের পর এবং মাঠ পর্যায়ের সেবা প্রদানকারীদের অনুরোধের ভিত্তিতে, ইউনিসেফ এবং আইআরসি, জার্মান কর্পোরেশন ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জিএমবিএইচ (GIZ)-এর সহায়তায় এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর উদার অর্থায়নে, ‘কেয়ারিং ফর চাইল্ড সারভাইভার্স’-এর উপকরণ ও সরঞ্জামগুলোর সংশোধন শুরু করে। বিশ্বজুড়ে ২৫০ জনেরও বেশি বিশেষজ্ঞের সাথে ব্যাপকভাবে মাঠ পর্যায়ে আলোচনা করা হয়, যা সংশোধন প্রক্রিয়া এবং নতুন নির্দেশিকা ও প্রশিক্ষণ প্যাকেজ তৈরির ক্ষেত্রে পথনির্দেশক হিসেবে কাজ করেছে।

নতুন এই নির্দেশিকায় মাঠ পর্যায়ে কর্মরত বিশেষজ্ঞদের মতামত, সর্বশেষ প্রমাণ এবং লব্ধ জ্ঞানের ওপর ভিত্তি করে সংশোধন ও নতুন বিষয়বস্তু উভয়ই যোগ করা হয়েছে। এই দ্বিতীয় সংস্করণের লক্ষ্য হলো লিঙ্গ বৈষম্য, আন্তঃসম্পর্কীয়তা (intersectionality) এবং শিশুর সর্বোত্তম স্বার্থ ও ভুক্তভোগী-কেন্দ্রিক পদ্ধতির মধ্যকার সংযোগের ওপর আরও জোরালোভাবে আলোকপাত করা।

প্রতিবেদনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 


রবি, ২৯ জুন ২০২৫, রাত ১০:৪০ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ