কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে আপনার সন্তানের সাথে কিভাবে কথা বলবেন?
১। ভ্যাকসিনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত আছেন তা নিশ্চিত করুনঃ
শিশুদের সাথে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কথা বলার আগে নিজের এসম্পর্কে সঠিকভাবে বোঝা জরুরি।
২। প্রশ্ন করুন এবং শুনুনঃ
কোভিড-১৯ টিকা সম্পর্কে তারা যা শুনেছে সেগুলি সম্পর্কে জানাতে বলুন এবং তাদের প্রতিক্রিয়া শুনুন। তাদের যেকোনো ভয়কে গুরুত্ব সহকারে আমলে নেওয়া এবং তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করা জরুরি। ধৈর্য ধরুন, এই মহামারী এবং ভুল তথ্য প্রত্যেকের জন্য অনেক উদ্বেগ এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে। তাদেরকে জানান যে তারা সবসময় তাদের উদ্বেগ সম্পর্কে আপনার সাথে কিংবা অন্য কোন বিশ্বস্ত ব্যক্তির সাথে (যেমন শিক্ষক) কথা বলতে পারে।
৩। তাদের প্রতি সৎ থাকুনঃ
চারদিকে কি ঘটছে সে সম্পর্কে জানার অধিকার শিশুদের আছে, তবে সেটা তাদের বয়স উপযোগী করে ব্যাখ্যা করা উচিত। মনে রাখবেন যে শিশুরা বড়দের দেখেই শেখে। তাই সন্তানের সামনে আপনার উদ্বেগ প্রকাশ না করার চেষ্টা করুন। যদি আপনার শিশুটিকে উদ্বিগ্ন দেখায়, তাহলে তাকে নিয়ে একসঙ্গে আঁকাআঁকির চেষ্টা করুন অথবা খেলার ছলে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন।
৪। তাদের প্রশ্নের উত্তর দিনঃ
কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে আপনার সন্তানের প্রশ্ন থাকতে পারে। যেমন, ভ্যাকসিন বা টিকা কি, কিভাবে এটি কাজ করে এবং টিকা আসলে নিরাপদ কি না এ সম্পর্কিত নানা প্রশ্নগুলির শিশু-বান্ধব উত্তর সবসময় তৈরি রাখবেন।
তথ্যসূত্রঃ ইউনিসেফ
ছবিঃ Freepik
মঙ্গল, ২৩ নভে ২০২১, রাত ৮:৪৫ সময়
Login & Write Comments