Kids Tell Us: "Why I Read"

Kids Tell Us: "Why I Read"

শিশুরা আনন্দের জন্য বই পড়ে; বাস্তব এবং কল্পনার জগতের সঙ্গে পরিচিত হয়। বই পড়ে তারা অনেক কিছু শেখে, তাদের আত্মবিশ্বাস বাড়ে। -এই কথাগুলি শিশুদের। “আমি কেন পড়ি”-এই প্রশ্নের উত্তরে তারা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে।

ভিডিওঃ https://youtu.be/3krHQmOsR44


বুধ, ২৪ ফেব ২০২১, সকাল ৪:২৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ