Why You Should Read Children’s Books, Even Though You Are So Old And Wise
ক্যাথেরিন রান্ডেল শিশুদের জন্য লেখেন। তাঁর সাম্প্রতিক একটি বই-এর নাম বেশ মজার- “হোয়াই ইউ শুড রিড চিল্ড্রেন’স বুকস ইভেন হোয়েন ইউ আর সো ওল্ড এন্ড ওয়াইজ”।
লেখকের মতে,শুধু বয়স হয়েছে বলেই শিশুদের জন্য রচিত বই-এর চমৎকার কল্পনার জগত থেকে নিজেকে বঞ্চিত করা কাজের কথা নয়। আমাদের স্বপ্ন-যা আমরা বয়স বাড়লে অনেকটাই হারিয়ে ফেলি, ভুলে থাকার চেষ্টা করি-তা লুকিয়ে আছে এই বইগুলিতে। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে শৈশবের প্রিয় বই-এর কাছে বারবার ফিরে যাওয়া প্রয়োজন।
“Children’s books are not a hiding place, they are a seeking place. Plunge yourself soul-forward into a children’s book: see if you do not find in them an unexpected alchemy; if they will not un-dig in you something half hidden and half forgotten. Read a children’s book to remember what it was to long for impossible and perhaps-not-impossible things. Go to children’s books to see the world with double eyes: your own and your childhood self.”
রবি, ২১ মার্চ ২০২১, রাত ১২:৩২ সময়
Login & Write Comments