এন্ডিং চাইল্ড ম্যারেজ: এ প্রোফাইল অফ প্রগ্রেস ইন বাংলাদেশ
গত ৭ অক্টোবর ২০২০ ইউনিসেফ প্রকাশ করেছে “এন্ডিং চাইল্ড ম্যারেজ: এ প্রোফাইল অফ প্রগ্রেস ইন বাংলাদেশ”। এই রিপোর্ট জানাচ্ছে যে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সর্বাধিক এবং বিশ্বে সর্বোচ্চ ১০টি দেশের মধ্যে রয়েছে দেশটি। ১৯৭০ সনে বাংলাদেশে বাল্যবিবাহের হার ৯০ শতাংশের ও বেশি ছিল এবং এখনো এটি যে খুব কমেছে তা নয়। বর্তমানে ২০-২৪ বছর বয়সী ৫১ শতাংশ নারীই বাল্যবিবাহের শিকার হয়েছেন।
রিপোর্টটি পড়তে এখানে ক্লিক করুন;
https://www.unicef.org/bangladesh/en/reports/ending-child-marriage
রবি, ১ নভে ২০২০, রাত ১১:৪১ সময়
Login & Write Comments