অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন

স্কুল বন্ধ থাকায় শিশুরা ইন্টারনেটে বেশী সময় কাটাচ্ছে। একারণে সাইবার বুলিইং থেকে শুরু করে যৌন নির্যাতনের ঝুঁকি বাড়ছে। শিশুদের সুরক্ষার বিষয়টি খেয়াল রাখছেন তো? অস্ট্রেলিয়ান ই-সেফটি কমিশনার এক্ষেত্রে নির্দেশনা দিয়েছে। অনলাইনে শিশুদের নিরাপদ রাখায় মা-বাবাদের জন্য দশটি পরামর্শঃ

1.Build an open trusting relationship around technology
2.Co-view and co-play with your child online
3.Build good habits and help your child to develop digital intelligence and social and emotional skills
4.Empower your child
5.Use devices in open areas of the home
6.Set time limits that balance time spent in front of screens with offline activities
7.Know and apps, games and social media sites that your kids are using.
8.Check the privacy settings
9.Use available technologies to set up parental controls on devices
10.Be alert to signs of distress


To learn more, please check the link below: https://www.esafety.gov.au/key-issues/covid-19/international-advice-for-parents?fbclid=IwAR09lKtpYxipeT_aLTgPhRzVFa3CkYBANKSW27h8QjjTtW2d_0EngHaVNQY 


সোম, ১৪ সেপ্ট ২০২০, সকাল ৫:৪৬ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ