বন্যার সময় শিশু সুরক্ষায় করণীয়
- শিশুদের বাইরে যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখুন, প্রয়োজনে দরজায় বেড়া দিন বা আশ্রয়কেন্দ্রে পাহারার ব্যবস্থা করুন।
- থাকার জায়গা বা আশ্রয়কেন্দ্রের আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সাপের কামড় থেকে রক্ষা পেতে ব্লিচিং পাউডার এবং কার্বলিক অ্যাসিড ব্যবহার করুন।
- সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার বিষয়টি নিয়মিত তদারকি করুন।
- আশ্রয় কেন্দ্রের সামনে সবার জন্য সাবান পানি রাখার ব্যবস্থা করতে হবে।
- বৈদ্যুতিক তার বা জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা সতর্কতা অবলম্বন করুন।
- মোমবাতি ব্যবহার করতে নিরুৎসাহিত করুন.এগুলো বেশিরভাগই স্টেরিন (প্রাণী বা উদ্ভিজ্জ ফ্যাট) বা প্যারাফিন (পেট্রোলিয়াম বর্জ্য) থেকে তৈরি করা হয় যা পরিবেশ ও শিশু উভয়রেই জন্য ক্ষতিকারক।
- খাদ্য সহায়তা দেয়ার সময় রুটি না দিয়ে নরম খিচুড়ি বিতরণকে উৎসাহিত করুন।
- পানি বিশুদ্ধ না করে খাওয়া ও ব্যবহার থেকে বিরত থাকুন। ব্যবহার এবং সম্ভব হলে খাওয়ার জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করুন।
- শিশু বান্ধব কেন্দ্র শিশুদের শৈশবকালীন কাজ চালাতে সহযোগিতা করবে. তবে মহামারীর পরিস্থিতিটি মাথায় রেখে প্রতিটি শিশুবান্ধব কেন্দ্রে শিশুদের সংখ্যা ২০ জনের পরিবর্তে ১০ জন করে শিশু বান্ধব কেন্দ্র চালু রাখার ব্যবস্থা করা প্রয়োজন।
সৌজন্যেঃ দুর্যোগ ফোরাম
ছবিঃ মোহাম্মাদ পনির হোসাইন / রয়টার্স
বুধ, ২৮ জুল ২০২১, দুপুর ৩:১৭ সময়
Login & Write Comments