Good Night Stories For Rebel Girls

Good Night Stories For Rebel Girls

“গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস” এ রাজনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞানী, খেলোয়াড়, লেখক, শিল্পীসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী ১০০ জন নারীর গল্প আছে। জেন্ডার স্টিরিওটাইপের সঙ্কীর্ণ গন্ডিতে আবদ্ধ না থাকাটা মেয়ে এবং ছেলে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাদের মানবিক সম্ভাবনার বিকাশের জন্য এর প্রয়োজন আছে। এ কারণে শিশুরা কি বই পড়ছে, কি কার্টুন বা ফিল্ম দেখছে, কি খেলছে, পরিবারের নারী ও পুরুষ সদস্যদের ভূমিকা এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে কি ধারণা পাচ্ছে ইত্যাদি খুব জরুরি। শিশুদের সামনে ইতিবাচক রোলমডেল তুলে ধরার দায়িত্ব বড়দের। আমরা সেই দায়িত্ব পালন করছি কি?


রবি, ২১ মার্চ ২০২১, রাত ৩:২ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ