মায়ের কোভিড-১৯ সংক্রমণ থাকা সত্ত্বেও কেন তার শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত?
মা কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ নিয়ে বা নিশ্চিতভাবে সনাক্তকৃত যে অবস্থাতেই থাকুক না কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ মাকে তার ছোট শিশুদের সাবধানতার সাথে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়; কারণঃ
-মায়ের দুধ শিশুকে বিভিন্ন রোগের সংক্রামণ থেকে রক্ষা করে।
-শিশু যখন কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে থাকে, সে সময় মায়ের দুধ পান করা শিশুর ক্ষেত্রে মায়ের দুধে থাকা অ্যান্টিবডি এবং জৈব সক্রিয় উপাদান সমূহ কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে শিশুর শরীরে প্রতিরোধক তৈরি করে।
-কোভিড-১৯ রোগের জীবাণু মায়ের দুধে পাওয়া যায়নি এবং মায়ের দুধের মাধ্যমে ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি।
ছবিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মঙ্গল, ১০ আগ ২০২১, রাত ৩:০ সময়
Login & Write Comments