মায়ের কোভিড-১৯ সংক্রমণ থাকা সত্ত্বেও কেন তার শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত?

মায়ের কোভিড-১৯ সংক্রমণ থাকা সত্ত্বেও কেন তার শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত?

মা কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ নিয়ে বা নিশ্চিতভাবে সনাক্তকৃত যে অবস্থাতেই থাকুক না কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ মাকে তার ছোট শিশুদের সাবধানতার সাথে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়; কারণঃ

-মায়ের দুধ শিশুকে বিভিন্ন রোগের সংক্রামণ থেকে রক্ষা করে।

-শিশু যখন কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে থাকে, সে সময় মায়ের দুধ পান করা শিশুর ক্ষেত্রে মায়ের দুধে থাকা অ্যান্টিবডি এবং জৈব সক্রিয় উপাদান সমূহ কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে শিশুর শরীরে প্রতিরোধক তৈরি করে।

-কোভিড-১৯ রোগের জীবাণু মায়ের দুধে পাওয়া যায়নি এবং মায়ের দুধের মাধ্যমে ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি।

ছবিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা


মঙ্গল, ১০ আগ ২০২১, সকাল ৫:০ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ