বন্যার সময় শিশুর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে
মনোবিজ্ঞানী ও উন্নয়নকর্মী সেলিনা আহমেদ বন্যার সময় শিশুর মানসিক অবস্থার দিকে নজর দেয়া সম্পর্কে কথা বলেন। বন্যার সময় আর সবার মত শিশুরা অত্যন্ত ঝুঁকির মুখে থাকে। এ সময় তাদের লেখাপড়া ব্যাহত হওয়ার সাথে সাথে খেলাধুলাসহ তাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হচ্ছে। এ অবস্থায় মা-বাবাসহ পরিবারের বড়রা কীভাবে শিশুদের দিকে খেয়াল রাখতে পারেন সে সম্পর্কে জানান।
ভিডিওঃ https://youtu.be/UEFFybOzPTk
রবি, ২৪ জুল ২০২২, রাত ১২:০ সময়
Login & Write Comments