শিশুদের বিকাশে সঙ্গীতের ভূমিকা

শিশুদের বিকাশে সঙ্গীতের ভূমিকা

জন্মের আগে থেকেই শিশুদের বিকাশে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সুরের সান্নিধ্য খুব প্রয়োজন এবং বেড়ে ওঠার ক্ষেত্রে তা ইতিবাচক।

এই ভিডিওতে সংগীত বিশেষজ্ঞ ডঃ ইব্রাহিম বালতাগি ব্যাখ্যা করেছেন কীভাবে সঙ্গীত শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং ঘুম-পাড়ানি গানগুলো কোথা থেকে আসে।

ভিডিওঃ https://youtu.be/gIwhGbnY_uI


সোম, ২ নভে ২০২০, রাত ২:৬ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ