Costing Exercise and Feasibility Study report on Prevention of Harmful Practices and VACW Program in Bangladesh

বাংলাদেশে ক্ষতিকর প্রচলিত সামাজিক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রশ্রয় দেয় এমনকি কখনো কখনো বৃদ্ধি করে।

উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি সত্ত্বেও, সহিংসতা, নির্যাতন এবং শোষণ এখনও ব্যাপক, যা লক্ষ লক্ষ শিশু ও নারীকে প্রভাবিত করছে। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের (MoWCA) নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগটি শিশু সুরক্ষা কমিউনিটি হাব (CPCH) প্রতিষ্ঠার মাধ্যমে একটি কমিউনিটি-নেতৃত্বাধীন ব্যবস্থা প্রসারে কাজ করছে, যার লক্ষ্য হলো ক্ষতিকর সামাজিক রীতিনীতির পরিবর্তন এবং জরুরি পরিষেবাগুলোতে প্রবেশাধিকার উন্নত করা।

এই সমীক্ষায় সারা দেশে সিপিসিএইচ (CPCH) সম্প্রসারণ করে ১৩,৩২৭টি হাবে উন্নীত করার খরচ অনুমান করা হয়েছে এবং এতে শিশু সুরক্ষা পরিষেবাগুলো তত্ত্বাবধানের জন্য একটি স্বতন্ত্র শিশু বিষয়ক অধিদপ্তর (DCA) গঠনেরও প্রস্তাব করা হয়েছে। এর আনুমানিক ব্যয় বছরে ১.৪ বিলিয়ন টাকা। সম্মিলিতভাবে, এই দুটি প্রস্তাব MoWCA-এর বার্ষিক বাজেটের ১১.৩২%। সময়ের সাথে সাথে জিডিপি (GDP) ও জাতীয় ব্যয়ের তুলনায় এই অনুপাত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে, সমীক্ষাটি বেশ কয়েকটি বিকল্প অর্থায়ন ব্যবস্থা উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) পরিবর্তন, বাজেট ঘাটতি বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি, ব্যয় পুনঃবণ্টন এবং দাতাদের সহায়তা।

প্রতিটি বিকল্পের ক্ষেত্রেই স্বল্পমেয়াদী সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার মধ্যে একটি ভারসাম্য রক্ষার বিষয় রয়েছে। পরিশেষে, একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ শুধুমাত্র একটি নৈতিক দায়িত্বই নয়, বরং এটি একটি অর্থনৈতিকভাবে কৌশলগত সিদ্ধান্তওযা ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা এবং আইনি খরচ কমিয়ে সামাজিক সুস্থতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।

পুরো প্রতিবেদনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 


রবি, ২৯ জুন ২০২৫, রাত ১০:৩০ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ