The Lost Fairy Tales

The Lost Fairy Tales

“দ্য লস্ট ফেইরী টেইলস”-এর গল্পগুলি বেশ। বিভিন্ন দেশের কুড়িটি প্রায় ভুলে যাওয়া রূপকথা সংগ্রহ করে নতুনভাবে লেখা হয়েছে এই সংকলনে। প্রতিটি গল্প এক শক্তিশালী মেয়েকে নিয়ে-যে বুদ্ধিদীপ্ত, সাহসী, এবং রসবোধসম্পন্ন। কোন রাজপুত্র এসে “উদ্ধার” করবে এই প্রতীক্ষায় তারা সময় নষ্ট করে না, কারণ নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করার যোগ্যতা তাদের আছে। লিখেছেন ইসাবেল ওটার, অলঙ্করণে আনা সেন্ডার। গুরুত্বপূর্ণ একটি কাজ। সব ভাষাতেই এই ধরণের গল্প লেখা উচিত।

“Traditionally, the editors of fairy tale anthologies were almost always men. They collected stories that reflected how they thought girls and boys should behave. This meant that the stories passed down to us invariably featured girls who were vain, weak, jealous or just plain boring!

In many of the classic tales, like Snow White, Cinderella or Rapunzel, the heroines wait patiently to be rescued by a man and they are not in charge of their own destinies. But these are not the only stories!

In this collection of fairy tales from cultures all over the world, the heroines are brave, clever and funny. They don’t always say the right thing and sometimes they make bad decisions, but they’re just like real girls. And real girls don’t need to be rescued by anyone!”


রবি, ২১ মার্চ ২০২১, রাত ২:৪০ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ