Do you know Pippi Longstocking?

Do you know Pippi Longstocking?

সুইডিশ লেখক এস্ট্রিড লিন্ডগ্রেন (১৯০৭-২০০২)সৃষ্টি করেছেন পিপ্পি লংস্টকিং নামে একটি চরিত্র-যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়ে! পিপ্পি তার ঘোড়া এবং একটি বানর (মিঃ নিলসন) নিয়ে থাকে, এবং যেকোন কাজ করার সাহস রাখে। সম্পূর্ণ নিজের মত করে চলা, কাউকে ভয় না পাওয়া এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল এই অসাধারণ মেয়েটির গল্প শিশুদের জন্য লেখা, তবে বড়দেরও ভাল লাগবে। মানসিক মুক্তি না থাকলে কি অর্থপূর্ণ কোন কাজ করা যায় জীবনে? পিপ্পি হতে পারে স্বাধীনচেতা মেয়েশিশুদের অনুপ্রেরণা।

২০২০- এ পিপ্পি  লংস্টকিং নিয়ে লেখা প্রথম বই-এর পঁচাত্তর বছর পূর্তি হল। এস্ট্রিড লিন্ডগ্রেনের লেখা আরবী থেকে শুরু করে জুলু পর্যন্ত প্রায় আশিটি ভাষায় অনুদিত হয়েছে। বাংলায় তাঁর কয়েকটি বই অনেক আগে অনুদিত হয়েছিল। তবে বাংলাভাষী পাঠক তাঁর লেখার সঙ্গে এখনো তেমন পরিচিত নন। বাংলাদেশের লেখক, অনুবাদক এবং প্রকাশকরা এ নিয়ে কাজ করা যায় কিনা ভেবে দেখতে পারেন।


রবি, ২১ মার্চ ২০২১, রাত ১২:৪৯ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ