Child Well-being in an unpredictable world

একটি ধনী দেশে বেড়ে ওঠা একটি সুখী ও স্বাস্থ্যকর শৈশবের নিশ্চয়তা দেয় না। প্রকৃতপক্ষে, প্রাচুর্যের মধ্যেও শিশুরা বিভিন্ন বঞ্চনার শিকার হয়, যা তাদের স্বাস্থ্য, কল্যাণ এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে।

২০০০ সাল থেকে, ইউনিসেফ- ইনোসেন্টি রিপোর্ট কার্ড সিরিজটি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-ভুক্ত দেশগুলোর অর্থাৎ বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর শিশুদের অধিকার ও কল্যাণের উপর আলোকপাত করে আসছে। এই প্রতিবেদনগুলো কিছু গুরুতর প্রশ্ন নিয়ে অনুসন্ধান করেছে, যেমন: ধনী দেশগুলোতে কত শিশু দারিদ্র্যের মধ্যে বাস করে? স্কুলে শিশুরা কী ধরনের বৈষম্যের শিকার হয়? শিশুদের জীবনযাত্রার মান কেমন? কতজন শিশু পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ খেলার জায়গা ব্যবহারের সুযোগ পায়? আজকের বিশ্বে শিশুদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কী?

এই সিরিজটি দেখায় যে, শক্তিশালী সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত অবস্থাসম্পন্ন দেশগুলোতেও সরকার প্রতিটি শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে পিছিয়ে থাকে। গবেষণা, প্রমাণ, তথ্য এবং সময়োপযোগী নীতিগত সুপারিশের মাধ্যমে, এই রিপোর্ট কার্ড শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের কল্যাণ ও ভবিষ্যৎ নিশ্চিত করার বিতর্ককে তথ্য দিয়ে সমৃদ্ধ করে এবং প্রভাবিত করে।

রিপোর্ট কার্ড ১৯, বর্তমান বিশ্বে শিশুর কল্যাণ অথবা মঙ্গলের সাম্প্রতিক প্রবণতাগুলো পাঁচ বছরের একটি সময়কালের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করে। এটি সেই একই ছয়টি মূল সূচকের ওপর আলোকপাত করে যা ২০২০ সালে প্রকাশিত রিপোর্ট কার্ড ১৬-এর কেন্দ্রবিন্দুতে ছিল: জীবন সন্তুষ্টি, কিশোর-কিশোরীদের আত্মহত্যা, শিশু মৃত্যুহার, অতিরিক্ত ওজন, শিক্ষাগত দক্ষতা এবং সামাজিক দক্ষতা।

প্রতিবেদনটি এই প্রবণতাগুলোর কারণ বোঝার চেষ্টা করে এবং শিশু কল্যাণের উন্নতির জন্য গৃহীত পদক্ষেপে এগুলো কীভাবে দিকনির্দেশনা দিতে পারে, তা তুলে ধরে।

প্রতিবেদনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 


রবি, ২৯ জুন ২০২৫, রাত ১০:৪৮ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ