Draw with Rob

Draw with Rob

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন দেশেই অসংখ্য শিশু এখন বাসায়। অনিশ্চিত সময়ে সৃষ্টিশীল কাজের সঙ্গে তাদের যুক্ত রাখতে পারাটা ইতিবাচক। এবিষয়টি  ভেবেই শিশুদের জন্য বই-এর রচয়িতা এবং ইলাস্ট্রেটর রব বিডুলফ বেশ কিছু ভিডিও তৈরি করেছেন। এগুলি দেখে শিশুরা খুব সহজে ছবি আঁকতে পারবে। প্রয়োজন শুধু কাগজ এবং কয়েকটি পেন্সিল। 
নীচে একটি লিঙ্ক দিলাম। দেখে ভাল লাগলে সন্তানদের এটা দেখে ছবি আঁকতে উৎসাহিত করুন। মা-বাবাও কিন্তু কাগজ আর পেন্সিল নিয়ে শিশুদের সঙ্গে বসে যেতে পারেন। উদ্বেগপূর্ণ কালে একসঙ্গে ছবি আঁকাটা হতে পারে এক আনন্দদায়ক অভিজ্ঞতা। 

#DrawWithRob দিয়ে খুঁজলে এরকম আরো ভিডিও পেয়ে যাবেন।


মঙ্গল, ২৫ আগ ২০২০, দুপুর ১১:৫২ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ