How a child's brain develops through early experiences

How a child's brain develops through early experiences

জীবনের প্রথম বছরগুলির অভিজ্ঞতা কীভাবে শিশুদের মস্তিষ্ক গঠনকে প্রভাবিত করে তা জানতে “ব্রেইন বিল্ডার” ভিডিওটি দেখুন। নিপীড়ন বা অবহেলা  শিশুর মস্তিষ্কের  মৌলিক কাঠামোর ক্ষতি করতে পারে। এর ফলে তাদের আজীবন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে;বিকাশ বাধাগ্রস্ত হয়। শিশুরা যাতে এই চাপ কাটিয়ে উঠে তাদের ইতিবাচক বিকাশের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা পায় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। মা-বাবা এবং যত্নকারীরা কিভাবে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তা ভিডিওটি দেখলে জানা যাবে।

ভিডিওঃ https://youtu.be/hMyDFYSkZSU


মঙ্গল, ২৩ ফেব ২০২১, দুপুর ২:১৫ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ