
How a child's brain develops through early experiences
জীবনের প্রথম বছরগুলির অভিজ্ঞতা কীভাবে শিশুদের মস্তিষ্ক গঠনকে প্রভাবিত করে তা জানতে “ব্রেইন বিল্ডার” ভিডিওটি দেখুন। নিপীড়ন বা অবহেলা শিশুর মস্তিষ্কের মৌলিক কাঠামোর ক্ষতি করতে পারে। এর ফলে তাদের আজীবন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে;বিকাশ বাধাগ্রস্ত হয়। শিশুরা যাতে এই চাপ কাটিয়ে উঠে তাদের ইতিবাচক বিকাশের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা পায় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। মা-বাবা এবং যত্নকারীরা কিভাবে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তা ভিডিওটি দেখলে জানা যাবে।
ভিডিওঃ https://youtu.be/hMyDFYSkZSU
বুধ, ২৪ ফেব ২০২১, সকাল ৪:১৫ সময়
Login & Write Comments