
STEM (স্টেম- বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত) ক্ষেত্রে কীভাবে মেয়েদের অংশগ্রহণ বাড়ান যায়?
মাত্র কয়েক দশক আগে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত চর্চার ক্ষেত্রে মেয়েদের খুব একটা দেখা যেত না। আজকাল জ্ঞান চর্চার এসব ক্ষেত্রে নারীদের হামেশা দেখা গেলেও পুরুষদের তুলনায় সেটা এখনো ৩ ভাগের ১ ভাগ মাত্র। বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে বলা যায় পাঁচটি পদক্ষেপ নিলেই মেয়েরা আরও বেশি সংখ্যায় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত চর্চায় আগ্রহী হবে।
#STEM4GOOD ক্যাম্পেইনের অংশ হিসেবে ইকোলজি প্রজেক্ট ইন্ট্যারন্যাশনাল তাদের কাজে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে। আপনিও তাদের মত এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
ভিডিওঃ https://youtu.be/QqSKBRCVkPM
শনি, ১৯ জুন ২০২১, সকাল ৯:৫৫ সময়
Login & Write Comments