STEM (স্টেম- বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত) ক্ষেত্রে কীভাবে মেয়েদের অংশগ্রহণ বাড়ান যায়?

STEM (স্টেম- বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত) ক্ষেত্রে কীভাবে মেয়েদের অংশগ্রহণ বাড়ান যায়?

মাত্র কয়েক দশক আগে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত চর্চার  ক্ষেত্রে মেয়েদের  খুব একটা দেখা যেত না। আজকাল জ্ঞান চর্চার এসব ক্ষেত্রে নারীদের হামেশা দেখা গেলেও পুরুষদের তুলনায় সেটা এখনো ৩ ভাগের ১ ভাগ মাত্র। বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে বলা যায় পাঁচটি পদক্ষেপ নিলেই  মেয়েরা আরও বেশি সংখ্যায় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত চর্চায় আগ্রহী হবে।

#STEM4GOOD ক্যাম্পেইনের অংশ হিসেবে ইকোলজি  প্রজেক্ট ইন্ট্যারন্যাশনাল তাদের কাজে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে। আপনিও তাদের মত এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

ভিডিওঃ https://youtu.be/QqSKBRCVkPM


শুক্র, ১৮ জুন ২০২১, রাত ৮:৫৫ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ