Children See, Children Do

Children See, Children Do

বড়রা শিশুদের কি বলছে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হল তারা কি করছে।কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। মাত্র একমিনিটের এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। সন্তানরা যদি মা-বাবার আগ্রাসী কথাবার্তা, অসহিষ্ণু ও সহিংস মনোভাব, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভ্যাস দেখে এবং শোনে তাহলে সে বিষয়গুলিই তারা রপ্ত করবে। পাশাপাশি অন্যদের প্রতি সহানুভূতিশীল হলে বা কোন ইতিবাচক কাজ করলে সেসবও তারা শিখবে। শিশুদের সামনে আলোচনা, প্রতিক্রিয়া দেখানোসহ যেকোন আচরণের সময় আমরা এই কথাটি মনে রাখছি তো?
 


মঙ্গল, ১৫ সেপ্ট ২০২০, দুপুর ১১:৮ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ